নিজস্ব প্রতিবেদক: বরগুনায় প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফকে হত্যার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, রিফাত হত্যার ঘটনায় বাকীদেরও শাস্তির আওতা নিয়ে আসা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। দুর্বৃত্তদের হাত থেকে স্বামীকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হন নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
ছাত্রলীগ কর্মী রিফাতের হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। নিহত রিফাতের স্ত্রী মিন্নি হামলাকারীদের সবাইকে চিনতে না পারার কথা জানালেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও রিশান ফরাজীর নাম বলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে নড়চড়ে বসে পুলিশ। শুরু হয় খুনিদের গ্রেপ্তারে অভিযান। অভিযানে এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করার কথা জানানো হলেও ধরাছোঁয়ার বাইরে থাকেন নয়ন বন্ড ও তার দুই সহযোগী রিফাত ফরাজী ও রিশান ফরাজী। আজ মঙ্গলবার ভোরের দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মূল হোতো নয়ন বন্ড।
আসাদুজ্জামান খাঁন বলেন, এই ঘটনায় আরও যারা জড়িত তাদের জীবিত গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্ত বাকীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। যতো প্রভাবশালী লোকই জড়িত থাকুক না কেন, কেউই রেহাই পাবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আমরা কেউ চাই না, বরগুনার রিফাত হত্যার মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। কারণ সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।