রুশ বাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে হামলা চালিয়েছে। এতে একটি জাহাজ ও বন্দর এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, এটি ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে দ্বিতীয় হামলা। তিনি বলেন, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগের এক হামলায় ওডেসা অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।
তিনি জানান, সর্বশেষ হামলায় পিভডেনি বন্দরে আগুন লাগে এবং সেখানে থাকা প্রায় ৩০টি কনটেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায়। কুলেবা আরো বলেন, জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত একজন আহত হয়েছেন। রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ওডেসা বন্দর ও আশপাশের এলাকায় হামলা বাড়িয়েছে। এতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ইউক্রেনও পাল্টা হিসেবে রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় হামলা জোরদার করেছে। বিশেষ করে যুদ্ধকালীন নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত ‘ছায়া বহর’-এর তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সূত্র: বিবিসি