
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গরুর হাট দখল নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ৫ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকার গরুর হাটের সামনে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ফারুক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ফারুক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে শিমুলিয়া এলাকায় জোরপূর্বকভাবে ভূয়া মানি রিসিপ বানিয়ে অবৈধ গরুর হাট পরিচালনা করে আসছিলেন জসিম উদ্দীন ও তার সহযোগীরা।
এ হাটের আয় ব্যয়ের একটা অংশ জনতা স্কুলে দেওয়ার কথা থাকলেও জসিম দেয়নি। এ হাট নিয়ে ফারুক মিয়ার সঙ্গে জসীম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার দুপুর ১টার দিকে শিমুলিয়া পাকা রাস্তায় পরিকল্পিতভাবে জসিম উদ্দীন, ওয়াসিম, মহাসিম, সবুজ, রিপন, তোফাজ্জলসহ অজ্ঞাত ৭-৮ জন অজ্ঞাত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ফারুক মিয়ার ওপর হামলা চালায়। এসময় ফারুকের চিৎকার শুনে তার স্বজন মামুন, মানসুর, আরিফ ও শাকিল ছুটে এলে জসিম ও তার লোকজন তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় উভয়পক্ষের পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পূর্বাচল বাণিজ্য মেলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ জানান, একটি পক্ষ হাট নিয়ন্ত্রণ করা অবস্থায় আরেকটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়। তবে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এখন হাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগের পেয়েছি তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম