ডেস্ক নিউজ:
বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষ্য নেত্রকানায় শান্তি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় স্থানীয় পাবলিক হল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যম দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা ১৫ মিনিটের সময় পাবলিক হল প্রাঙ্গণ থেকে জেলা শহর শান্তি র্যালী বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় পাবলিক হল এসে আলোচনা সভায় মিলিত হয়। নেত্রকোনা রেড ক্রিসেটে ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পরে মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান, রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি এসে এম বজলুল কাদের শাহ্জাহান, আবু নাসির মিলু, রেড ক্রিসেন্টের সেক্রটারী গাজী মোজাম্মেল হােসেন টুকু ও যুব রেড ক্রিসেন্টের জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জাহা ও জেলা বিএনপির বর্তমান সভাপতি মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খানক সন্মাননা স্মারক তুলে দেন ইউনিটর সম্পাদক ও সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরা দুজনকে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম