ঢাকা।। ব্যাংকে লেনদেনের সময়সূচিতে ফের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগের চেয়ে লেনদেনের সময় বাড়ানো হয়েছে আধাঘণ্টা। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। অন্য কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম