আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে তুরস্ক সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তুরস্কের রাজধানী আঙ্কারায় নির্মিত হয়েছে ‘বাংলাদেশ দূতাবাস’। সরাসরি সেই ভবনের উদ্বোধন করতে যাওয়ার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে সেটা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো ভার্চুয়ালি। অনলাইনে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতা শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে বাংলাদেশে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে ভূমিকা রাখতে দেশটিকে আহবান জানান সরকার প্রধান।
লেবাননে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামত করতে সহয়তা করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানন্ত্রী শেখ হাসিনা।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম