লিয়াকত রাজশাহী : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ২৩ অক্টোবর ২০১৯ তারিখ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি গ্রামস্থ রেলবাজার রোড সংলগ্ন জনৈক মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃতঃ সিরাজ উদ্দিন তাহার নিউ স্টাইল কালার ডিজিটাল ষ্টুডিও দোকানের ভিতরে অপারেশন পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃতঃ সিরাজ উদ্দিন, সাং-মহিশালবাড়ি, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহ ‘কে (ক) ৩৮০ গ্রাম হেরোইন (খ) ০১ টি সিপিইউ (গ) ০৮ টি মোবাইল (ঘ) ১২ টি মেমোরীকার্ড (ঙ) ৩০ টি সীমকার্ড (চ) নগদ ৫২,৯০০/-টাকা (ছ) ০১ টি নিক্তি (জ) ২১ টি জাতীয় পরিচয়পত্রসহ আটক করে র্যাব।