জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর :
আহত ছাত্রলীগকর্মীদের দেখতে যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকসার যাত্রী ওই ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরের পরিবারের সদস্য শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান জানান, শাহ আলমের ছেলে দুর্বৃত্ত হামলায় আহত নাদিম মাহমুদ অন্তরকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হচ্ছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।