আমাদের বাংলাদেশ ডেস্ক: লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার-১৯ জুলাই সকাল ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ভিভিআইপি একটি ফ্লাইট ছেড়ে যায় বলে জানান সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।
ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী লন্ডনে তার চোখের চিকিৎসাও করাবেন বলে জানা গেছে।
সফর শেষে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।