লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অপরাধে সহকারী শিক্ষক নাসির উদ্দিন ওরফে চান মিয়া (৪৫) কে গ্রফতার করেছে থানা পুলিশ।
নাসির উদ্দিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পুরাতন ভেলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ভেলাবাড়ী শালমারা এলাকার মৃত বাবর আলীর ছেলে।
সোমবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। এর আগে রবিবার রাতে ৪র্থ শ্রেনীর ছাত্রীর নানা আব্দুর রহমান বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি নামলা দায়ের করেন। এ মামলায় সহকারী শিক্ষক নাসির উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান,ওই শিক্ষক ক্লাস চলাকালীন সময়ে ছাত্রীদের কঠিন কঠিন বানান ধরতেন। না পারলে প্রথমে গালে হাত,পরে সুযোগ বুঝে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন।
জানাগেছে, পুরাতন ভেলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন ওরফে চান মিয়া ক্লাস চলাকালীন সময়ে ছাত্রীদের শরীরে হাত দিতেন। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি ও গণিত বিষয়ে ক্লাস নিতেন। ক্লাস চলাকালীন সময়ে সুযোগ বুঝে ঘটনার দিন ১৭ অক্টোবর ওই ৪র্থ শ্রেনীর ছাত্রী বুকে হাত দেন তিনি।
ওই দিন বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ীতে গিয়ে বিষয়টি তার নানা আব্দুর রহমানকে জানান। তিনি বিষয়টি প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়কে অবগত করেন। আজ না কাল বলে প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে যাওয়ায় তিনি রবিবার রাতে নারী শিশু নির্যাতন আইনে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) এনএম শরীফুল ইসলাম খন্দকার বলেন,বিষয়টি শুনেছি। মামলার কাগজ পেলে শুধু সাময়িক বহিস্কার নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ওই শিক্ষক হাত দিতেন। আর ওই ছাত্রীর নানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম