লালমনিরহাট প্রতিনিধি: জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ঘন্টা ব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ শেষে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানীর সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া,সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, ওসি তদন্ত সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী লেবু, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফ মাহফুজ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।
শেষে আদিতমারীর বুড়িরবাজারে নিরাপদ সড়ক দিবসে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জয়শ্রী রাণী। এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের ২শ টাকা করে জরিমানা করা হয়। আর একজনের ইন্সুরেন্সের কাগজ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।