লালমনিরহাট সংবাদদাতা।। কোভিড-১৯ সন্দেহে লালমনিরহাটে দু’জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে হাতীবান্ধা উপজেলার ৩৫ বছর বয়সী এক যুবকের ও মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আদিতমারী উপজেলার ৭৫ বছর বয়সী একজন মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে।
তাদের নমুনা সংগ্রহের বিষয়টি লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের নিশ্চিত করেছন।
লালমনিরহাট সিভিল সার্জন ও সংশ্লিষ্ট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার ৩৫ বছর বয়সী ওই যুবক জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। তিনি সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন। এ অবস্থায় সোমবার বিকালে তার বাড়ি থেকে হাতীবান্ধা উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সনাক্তর জন্য নমুনা সংগ্রহ করেন।
এদিকে মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজলার মহিষখাচা ইউনিয়নের রসুলপাড়া গ্রামর ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ শ্বাস কষ্ট নিয়ে মৃত্যুবরণ করলে তারও শরীর থেকে নমুনা সংগ্রহ করেন আদিতমারী উপজলা স্বাস্থ্য কমপ্লক্স এর চিকিৎসকরা। দু’জনের নমুনা রংপুর মডিকল কলেজ হাসপাতাল পাঠানা হয়েছে। এছাড়া ওই বাড়ী দুটি লগটাউন করে রাখা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, আক্রান্ত ওই দু’জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।