চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। ভোলার লালমোহন উপজেলার ‘সাংবাদিক ইউনিয়ন’ এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আজকের ভোলা লালমোহন প্রতিনিধি দৈনিক যুগান্তর এর তজুমদ্দিন প্রতিনিধি মোঃ শাহিন আলম মাকসুদকে সভাপতি, দৈনিক সত্য সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি প্রভাষক হারুনকে সাধারণ সম্পাদক, দৈনিক দক্ষিণের কাগজ এর বেলাল সিকদারকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পর্যবেক্ষনের মোঃ আরিফকে সহ-সাংগঠনিক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।
৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় লালমোহন ‘সাংবাদিক ইউনিয়ন’ এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত সংবাদকর্মীদের দুই বছর মেয়াদের সম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি- দৈনিক তারুণ্য বার্তার মিজানুর রহমান লিপু, সিনিয়র সহসভাপতি- দৈনিক স্বাধীন সংবাদের নজরুল ইসলাম, সহসভাপতি-দৈনিক আজকের বরিশাল ও ভোলা প্রতিদিন এর সম্পাদক আব্দুর রহমান নোমান, সহসভাপতি- দৈনিক আমাদের বরিশালের ইকবাল হোসেন জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদক-জিনিয়াস বাংলা টি,ভির শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক-দৈনিক মাতৃজগতের আমির হোসেন, দপ্তর সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ সাইফুল ইসলাম জিহাদ, প্রচার সম্পাদক- দৈনিক রুপালি বার্তা মোঃ আব্দুল্লাহ আল নাঈম , ক্রিড়া সম্পাদক- বরিশাল প্রতিদিন রায়হান, আইন বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট মহিউদ্দিন হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক- দৈনিক বিশ্বমানচিত্র নাজিম উদ্দিন,
মহিলা বিষয়ক সম্পাদক- ভোলা নিউজ.কম এর নারগিস বেগম, সদস্য- দৈনিক নাগরিক এক্সপেস ওমর ফারুক, এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মিজানুর রহমান দৈনিক আমাদের বরিশাল, ফয়েজ ফ্যাশন দৈনিক আজকাল লালমোহন প্রতিনিধি, সোহাগ পঞ্চায়েত এসটিভি, শাহ মোতালেব দৈনিক ভোরের অঙ্গিকার, জসিম মাতাব্বর দৈনিক আমাদের বরিশাল, আওলাদ হোসেন লালমোহন নিউজ২৪.নেট।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম