আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে'তে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সাথে বেশ ফুরফুরে মেজাজেই আছে টিম টাইগার্স। যদিও তামিম এবং শান্ত আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন। শান্তর ইউকেটে একটু বিতর্ক থাকলেও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে বেশ শক্ত অবস্থানে আছে লাল সবুজের দল। লিটন দাস অপরাজিত আছেন ১০৩ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।
সিলেটে খেলা এর আগের একমাত্র ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে টি-টোয়েন্টি এবং টেস্ট খেললেও এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে লঙ্কার মাটি থেকে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হয়েছিলো। দীর্ঘ বিরতির পর আবারো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিজ মাটিতে এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
আগামী ৩ ও ৬ মার্চ সিরিজের বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ১৫ সদস্যের দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হেসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল: চামু চিবাবা (অধিনায়ক), শন উইলিয়ামস, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার পোফু, টিনোটেন্ডা মুতোমবোদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম