প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০১৯, ৪:০১ পূর্বাহ্ণ
লোহাগাড়া চুনতি অসহায় পরিবারকে গৃহবন্দী

লোহাগাড়া প্রতিনিধি।। চট্রগাম লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা,বন পাড়া গ্রামে অসহায় মো.ফেরদৌস(২২),পিতা শাহা আলম, পরিবারকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে গৃহবন্দী করে রেখেছে। প্রভাবশালী ব্যাক্তি একই এলাকার দক্ষিণ পানত্রিশা বমপাড়ার মো.নাছির উদ্দিন(২৮), পিতা মৃত আলী আহমদ,নুর বেগম(৫০),স্বামী মৃত আলী আহমদ, সহ অজ্ঞাতনামা ৫/৬জন সন্ত্রাসী নিয়ে গত ১২.১১.১৯ আনুমানিক সকাল ৮টায় পূর্বপরিকল্পিত ভাবে বাড়ি থেকে বাহিরে হওয়ার রাস্তা বন্ধ করে দেয়।সরজমিনে গিয়ে জানাযায়, তাদের বাঁধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়,অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বর্তমানে বাড়ির গরু,ছাগল মৃত্যুর সম্মুখীন, বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছেননা।বহু কষ্টের মধ্যে আছে,তারা চলাফেরা করতে পারতেছেনা,বাড়ী থেকে কেউ বের হতে পারতেছেনা, বাড়ির সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে।বর্তমানে পরিবারের সবাই বসত বাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে দিন কাটাতে হচ্ছে। প্রতিপক্ষরা প্রভাবশালী বিধায় স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের ডাকে সাড়া দিচ্ছেনা।এবিষয়ে ১৭.১১.১৯তাং লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।এবং বন্দী পরিবারের লোকজন প্রশাসনের দ্রুত বিচার প্রার্থনা করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম