লোহাগাড়ার সূর্য সন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
-
৭৭
বার দেখা হয়েছে

লোহাগাড়া(চট্রগ্রাম)সংবাদদাতা।। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃম্বাস ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে মৃত্যু হয়েছে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের।
এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিজগ্রাম চুনতীতে শোকের ছায়া নেমে আসে।
চলতি মাসের ৯ ডিসেম্বর তিনি অসুস্থ অবস্থায়ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব পদে পুনর্নিয়োগ পেয়েছিলেন।
এ নিয়ে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রীর সামরিক সচিব পদে তিনি নিযুক্ত ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও নানা রোগে ভুগছিলেন। গত কিছুদিন আগে তিনি তাকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরে।
Please Share This Post in Your Social Media