লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় গতকাল রাতে ২০ টাকার মাস্ক ১৮০ টাকায় বিক্রির অভিযোগে ৩ দোকানকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে মাস্কের দাম বাড়িয়ে দেন কিছু অসাধু ব্যবসায়ীরা।অতি মুনাফা আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার ২০০৯ এর ৪০ ধারায় মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও হাজী বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার, জরিমানা করা হয় । এ সময় ব্যবসায়ীদের সচেতনামূলক নির্দেশনা দেন উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, বাংলাদেশে স¤প্রতি তিনজন করোনা আক্রান্তের খবরে দেশের জনগণ দলে দলে মাস্ক কেনা শুরু করেছে। এই সুযোগে এক শ্রেণির অতি মুনাফাধারীরা অন্যায্য মূল্য নিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। যা ভোক্তা অধিকার আইনে দন্ডনীয় আপরাধ। লোহাগাড়া উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার দাবি সকলের।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম