লোহাগাড়া সংবাদদাতা।।চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দ‚র্যোগ প্রসমন দিবস পালন করা হয় ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায়। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন,নিশ্চিত করবে টেকশই উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০ পালন করা হয়।
এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতুর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) নীল‚ফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভ‚ইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বকুল রাণী দেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্য সহকারী শুভংকর চাকমা প্রমুখ