লোহাগাড়া (চট্টগ্রাম)সংবাদদাতা।।পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ১০ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১০টা একটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় সিবিএম ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু। এসময় লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্দেশনা অমান্য করে লাইসেন্স না থাকার দায়ে চরম্বা পারভেজ কোম্পানীর মালিকানাধীন সিবিএম ইটভাটায় ইটভাটা স্থাপন, ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ৪/৫ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। লাইসেন্স না থাকায় সিবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে ।