লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশের টিম যৌথভাবে টহল পরিচালনা করেছেন।
২৬ মার্চ সকালে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজার বটতলী মোটর স্টেশনসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ টহল পরিচালনা করা হয়।
টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিং এবং লিফলেট বিতরণ করেন । এসময় বটতলী আলুরঘাটে দোকানে পন্যের মূল্যে তালিকা প্রদর্শন না থাকায় সাহাব মিয়া সওদাগরকে ভোক্তা অধিকার আইনে ২হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ডিভিশন’র মেজর শেখ ফয়সাল আহমেদ বশির। লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম