অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার কুমিরাঘোনা চাকফিরানী দক্ষিণের ঘোনা বোয়ান্নাবিল এলাকার (২২ নভেম্বর) রবিবার দিবাগত রাতের কোন সময় ধানক্ষেতে এ বন্যহাতিটির মৃত্যু হয়েছে বলে ধারাণা করা হচ্ছে। বিষয়টি বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ভোরে এলাকার কৃষকরা ধান ক্ষেতে গেলে এক বন্যহাতির লাশ দেখতে পেয়ে আমাকে জানায়।
আমি খরব পেয়ে সাথে সাথে বনবিভাগে অবহিত করি। তবে কিভাবে বন্য হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনও জানা যায়নি।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম জানান, বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন। ময়না তদন্ত করলে হাতিটি কিভাবে মারা গেছে তা জানা যাবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম