
অমিত কর্মকার।। লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো: জাকের হোসাইন মাহমুদ`র সাথে উপজেলার ৯ ইউপির চেয়ারম্যান ও সকল মেম্বারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারী শনিবার লোহাগাড়া থানা কম্পাউন্ডে আইন শৃংখলা বিষয়ক এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের হোসাইন মাহমুদ এলাকার শান্তি রক্ষায় সকল ইউপি চেয়ারম্যানদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, লোহাগাড়ার মানুষ শান্তি প্রিয় মানুষ। উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় শান্তি ও শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহিনী কাজ করে যাবে। প্রতিটি ইউপি চেয়ারম্যানকে তার নিজ এলাকায় আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহীনিকে সহযোগীতা করার আহ্বান জানান এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।
তিনি আরো বলেন,লোহাগাড়া থানার পুলিশ বাহিনী প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কাজ করবে। কারণ মাদক সমাজের যুবক শ্রেণীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রতিটি এলাকায় সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং এবং বাল্যবিবাহ এর বিরুদ্ধে সর্বদাই লোহাগাড়া থানা পুলিশ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানুষের দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে আমরা থানা পুলিশ সবসময় প্রস্তুত। সাধারণ মানুষ থানায় এসে সেবা গ্রহণ করতে হবেনা, বরং আমাদের থানা পুলিশের সদস্যরা আপনাদের পাশে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দিবে।
মতবিনিময় সভায় থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল ইসলাম,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন,আধুনগর ইউপি চেয়ারম্যান আইয়ুব মিয়া,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী ইউনুচ ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) এসএম ইউনুচসহ উপজেলার সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আ/রিফাত