অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক বিক্রেতারা হল যথাক্রমে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ সরোজপুর বাহারপুর এলাকার আবদুল জলিলের পুত্র মুহাম্মদ নাছির উদ্দিন (৩২), আলোক পাড়া বেচু মিয়ার পুত্র তানভির হোসেন (২৬) এবং বাহাপুর এলাকার জহুরুল হকের পুত্র আবদুল মালেক (৩০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ বিকাল ৩টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার অভিমুখী প্রাইভেট কারে
তল্লাশী চালিয়ে ৩হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম