লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় গত ৯মার্চ সোমবার দিনগত রাত ২টায় ৩ দূর্বৃত্ত হানা দেয় পরের ভাড়া বাসায়। পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে লোকজনকে মারধর করে ছিনিয়ে নেন মোবাইল সেট, দাবী করে টাকা। উপজেলার আমিরাবাদ স্কুল রোডে দুলা মিয়া কলোনীতে ঘটে এ ঘটনা। ভাড়া বাসা ছিল দু’দম্পতি।
দূর্বৃত্তরা বাসায় ঢুকে দেখতে চায় দম্পতির বিয়ের কাবিন নামা। কাবিননামা দেখাতে অস্বীকার করলে দূর্বৃত্তরা বাসার জামাল হোসেন জনিসহ মহিলাকে মারধর ও টানা হেঁচেড়া করে। একপর্যায়ে দাবী করে ৫হাজার টাকা। তাৎক্ষণিক ভাবে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরদিন দুপুরে টাকা রাখতে বলে চলে যায় দূর্বৃত্তরা। পরদিন মঙ্গলবার বেলা ২টায় দূর্বৃত্তরা সে বাসায় গিয়ে দাবীর টাকা চায়। বাসার লোকজন কৌশলে স্থানীয়দের সহযোগিতায় লোহাগাড়া থানা পুলিশের নিকট সংবাদ দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২জনকে আটক করে। অপর দূর্বৃত্ত পালায়। আটকরা হল লোহাগাড়া ভূঁইয়া পাড়ার কুতুব উদ্দিন শিমুল (২৪) ও আমিরাবাদ স্কুল রোডের উকিল পড়ার শাফাদুল কাবির জিম (২৩)। এব্যাপারে লোহাগাড়া থানায় ৩ দূর্বৃত্তের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা কামরুন নাহার (২২)। মামলার বাদী স্বামীকেসহ নিয়ে ভাড়া বাসায় ছিল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম