অমিত কর্মকার,লাহাগাড়া প্রতিনিধি।। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গ্রামে গ্রামে মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আহসান হাবিব জিতু।
২৩ নভেম্বর সকালে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। যারা বাড়ি থেকে বের হওয়ার সময় মূখে মাস্ক থাকবে না তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের আওতায় আনতে হবে।
তারই ধারাবাহিকথায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে প্রতিদিন মাস্ক বিতরণ করে যাচ্ছি। যারা মাস্ক পরিধান করবে না তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম