লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী ৪৯ তম মাহফিলে সীরতুন্নবী ১০ নভেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় চুনতি শাহ মঞ্জিলে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সীরত কমিটির নেতৃবৃন্দ।
সীরত মাহ্ফিল (সঃ) পরিচালনা কমিটির সদস্য শাহজাদা আব্দুল মালেক ইবনে দীনার মুহাম্মদ নাজাত এর সভাপতিত্বে ও শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সীরত কমিটির সদস্য মো: জমিল উদ্দিন, মৌলানা অলি উদ্দিন মুহাম্মদ, মো: কামরুল হুদা, আন্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহেদুর রহমান, মো: সাদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, মো: নজরুল হুদা ও মো: আব্দুল মন্নান প্রমুখ।
বক্তারা মাহফিলে সীরতুন্নবী (সঃ) কে সফল ও সার্থক করার সাংবাদিকসহ মুসলিম উম্মাহর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আবা/রিও