অমিত কর্মকার,লোহাগাড়া (চট্টগ্রাম)।।চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় তিন মন্দিরে চুরি হয়েছে। চোরেরা তিন মন্দির থেকে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
গত ২১জুন সোমবার দিবাগত রাত ২টায় এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপির মেম্বার সুনিল সরকার। জানা যায়, হিন্দু পাড়ার শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির, হাঁছিরাম সাধু আশ্রম ও তপোবন কল্পতরু রক্ষাকালী মন্দিরে এ চুরি সংঘঠিত হয়। দূর্বৃত্তরা কৌশলে তিন মন্দিরে ডুকে পড়ে। কালী মন্দিরে প্রতিমার গলায় থাকা স্বর্ণের দু’টি চেইন ও আঙ্গুলের দু’টি আংটিসহ তিন মন্দির থেকে লক্ষাধিক টাকা নিয়ে যায়।
সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ, চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাফিকুল ইসলাম জামান ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ ঘটনাস্থল পরিদর্শন করছেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আটক তৎপরতা অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম