অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।লোহাগাড়ায় টানা কয়েক দিনের শীতের তীব্রতায় বেকায়দায় পড়েছেন নিন্ম আয়ের শ্রমজীবী মানুষেরা। ঘনকুয়াশা আর শীতের প্রচন্ড তীব্রতার কাছে সবাই যেন পরাস্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে সূর্য। দুপুরে কিছুটা দেখা গেলেও হিমেল বাতাসের কাছে গান হয়ে যাচ্ছে সূর্যের তাপমাত্রা। ফলে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অত্র উপজেলার পুটিবিলা ইউনিয়নের কয়েকজন দিনমজুর জানান, প্রতিদিন কারে সংসার চালাতে হয়। প্রচন্ড শীতের কারণে স্বাভাবিক কাজ-কর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে শ্বাসকষ্ঠ নিউমোনিয়া, হাপানি, সর্দী-কাশি, এলার্জি, টনসিল ও চর্মরোগসহ ঠান্ডা জনিত রোগে প্রার্দূভাব। যার বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহ্ আলম বলেন, শীত ও ঘনকুয়াশার কারণে ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
এ ধরনের সমস্যায় বেশিরভাগ আক্রান্ত হয় শিশুরা। গত কয়েকদিনে প্রায় ৩শতাধিক শিশুর চিকিৎসা সেবা দিয়েছি। যাদের মধ্যে বেশিরভাগ শিশু। তিনি ঠান্ডা জনিত সমস্যা থেকে শিশুদের সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে খালি পায়ে না হাটা, বাইরে কম বের হওয়া, ঠান্ডা বাতাস না লাগানো, মটরসাইকেল জাতীয় যানবাহন না চড়া, বিশুদ্ধ হালকা উষ্ণ গরম পানি খাওয়া ও গোসল করা এবং অপুষ্টিজনিত শিশুদের তাপযুক্ত স্থানে রাখার পরমর্শ দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে অসহায়, দুস্থ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে আরো করা হবে বলেও জানা যায়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম