লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় উপজেলার চরম্বা ইউনিয়নের খালেকের দোকানস্থ মাওলানা মোজাফফর আহমদের শিশু কন্যা মাইমুনা আক্তার জারিন (৮) নামের এক কন্যাশিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২১ এপ্রিল সকাল সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কন্যাশিশু জারিন উপজেলার পদুয়া তেওয়ারীখিলের আল হেদারা ইসলামিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
নিহত জারিনের মামা আলী হোসাইন পিয়াল বলেন, জারিন অাজ সকাল খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ মায়মুনা আকতার জারিন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উর্মিলা দে জানান, জারিনকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।