লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থান হতে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৩হাজার ৮’শ ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল পটিয়া উপজেলার দক্ষিণ ভুসিস ইউনিয়নের পুর্ব ডাঙ্গা পাড়া এলাকার মৃত বজল আহমদের পুত্র মুহাম্মদ আহম্মদ নুর (৫০),পটিয়া দলঘাট ইউনিয়নের নন্দেরখিল এলাকার আজম খাঁনের পুত্র ইমরান হোসেন (২১) ও রাউজানের নয়াপাড়ার নুরুল আলমের স্ত্রী জাইতুন নাহার (৪০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ১৫ ফেব্রুয়ারী ভোরে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, এসআই গোলাম কিবিরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩হাজার ৮’শ ৫পিচ ইয়াবা ট্যাবলেট, নারীসহ ৩মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম