লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। লোহাগাড়ার পশ্চিম কলাউজান ও উত্তর কলাউজান লোকালয়, ফসলী জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ এলাকায় অবৈধভাব ২টি ইটভাটার কার্যক্রম পরিচালনা করার অভিযাগ করছন স্থানীয়রা । এ ব্যাপারে সম্প্রতি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক,স্থানীয়
সাংসদ, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসার ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।
অভিযোগ প্রকাশ, পশ্চিম কলাউজান বাংলা বাজারের উত্তর পার্শ্ব (চৌরাস্তার মাথায়) লোকালয়, ফসলী জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ এলাকায় এএনবি ও ডিবিএম নাম দুটি ইটভাটার কার্যক্রম পরিচালনা কর আসছ একটি মহল। যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে ভাটা সনিহিত এলাকার জনসাধারণর বসবাস অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া ভাটায় জ্বালানী হিসাবে ব্যবহার করায় উজাড় হচ্ছে বনাঞ্চল।
অভিযোগ আরা প্রকাশ, বসতবাড়ি সংলগ ভাটা শ্রমিকদের পয়ঃনিষ্কার জন্য তৈরি করা হয়েছে টয়লেট। এত অস্বাস্থকর ও নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে। এছাড়া ইট পরিবহণ ব্যবহার হছ বড় বড় ডাম্প ট্রাক চলাচলর কারণ এলাকার রাস্তাঘাটর মারাত্মক ক্ষতি হছ। ৮০ শতক জায়গা দখল কর মাটি খনন পূর্বক গর্ত ও মাটির ¯প করছ বল অভিযাগ প্রকাশ।
ভাটা দু’টির কার্যক্রম ¯ায়ীভাব বন্ধ পূর্বক এ ব্যাপার প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্ট কর্তপক্ষর দৃষ্টি আকর্ষণ কামনা করছেন অভিযাগকারীরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম