লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া মোহাম্মদপুর টেন্ডল পাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে মুহাম্মদ তাফসীর(২০) নামে এক তরুণ, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করেছে গত ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত এ তরুণ উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছিরের পুত্র বলে জানাযায়।
ছুরিকাঘাতে গুরুত্বর আহত ছাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। এসংক্রান্তে লোহাগাড়া নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছুরিকাঘাতে আহত ছাত্রী (ভিকটিম) লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ও সাতকানিয়া পৌর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার মতে কলেজ ছাত্রীকে বার বার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তরুণ মুহাম্মদ তাফসীর। কিন্তু প্রস্তাবে সাড়া মিলেনি। গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার কলেজ ছাত্রী বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সংবাদ পেয়ে ক্ষুদ্ধ তরুণ সেখানে গিয়ে কলেজ ছাত্রীকে পেটে ছুরি মারে। ঘটনার সময় বাঁধা দিতে গিয়ে আহত হয় ছাত্রীর ভগ্নীপতি মো: ইয়াছিন (৩৪)। এব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।