লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট এলাকায় শাহ পেঠান ফিলিং স্টেশনে সরকারী জায়গার উপর নির্মিত তেল ডেলিভারী স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। জানা যায়,সরকারের পক্ষ থেকে ৩০ফুট বাই ২০ ফুট জায়গা উদ্ধারের জন্য আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ২/১৮ ।
মামলার পর পর পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী এম এ হাকিম চৌধুরীকে পেট্রোল পাম্প নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়। উচ্ছেদ মামলার আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারী জায়গায় তেলের ডেলিভারি মেশিন ও ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ্র দাশ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার শিশির স্বপন চাকমা ও নাজির সমির চৌধুরী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, পদুয়া তেওয়ারীহাটে শাহ পেঠান পেট্রোল পাম্পের ডেলিভারী মেশিন সরকারী জায়গার উপর স্থাপন করে। এই জায়গায় সরকার বাদী হয়ে আদালতে ১টি উচ্ছেদ মামলা দায়ের করে। উচ্ছেদ মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সরকারী জায়গায় নির্মিত তেলের ডেলিভারী মেশিন ও ১টি অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম