লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রো বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের চেদিরপুনি বড়ুয়া পাড়া এলাকার স্বপন বড়ুয়ার পুত্র উত্তম বড়ুয়া (১৭) এবং একই এলাকার লিটন বড়ুয়ার পুত্র বিশাল বড়ুয়া (১৩)।
গতকাল রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদর স্টেশনের মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় এবং গাড়ীতে থাকা ২ আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত উত্তম বড়ুয়া আমিরাবাদ স্টেশনে কাজল বড়ুয়ার মোটর সাইকেল গ্যারেজে কাজ করত এবং বিশাল বড়ুয়া একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করত। তারা প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে মোটর সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌছলে কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম অভিমূখী হাইয়েচ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ২ জন নিহত হয়। দোহাজারি হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দূর্ঘটনায় কবলিত হাইয়েচ গাড়ী থানা হেফাজতে রয়েছে এবং নিহত ২ কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম