লোহাগাড়া সংবাদদাতা।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ১৮গৃহহীন পরিবার। গত ২৩ জানুয়ারী শনিবার সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী কর্মসূচী উদ্বোধনের পর লোহাগাড়ায় ১৮ গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয় জমি ও ঘরের দলিল, জমির খতিয়ান, ডিসি ও সনদ।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপজেলা পরিষদ হল রুমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন চৌধুরী ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসাইন মাহামুদ প্রমুখ। এছাড়াও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি পেল উপজেলার কুলপাগলী গ্রামের ৬ পরিবার, ধলিবিলা গ্রামের ৪পরিবার, মাইজবিলা গ্রামের ২পরিবার ও চুনতির ৬পরিবার। উপকারভোগীরা জমি ও ঘর পেয়ে তারা খুবই খুশি ও আনন্দিত।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম