অমিত কর্মকার।। চট্টগ্রামর লাহাগাড়া উপজলায় মা: ইসমাঈল (২১) নাম এক মাটরসাইকল আরাহী নিহত হয়ছ। নিহত ইসমাঈল বদরবান জলার লামা উপজলার আজিজনগরর মিশন পাড়ার মা: ইব্রাহিমর পুত্র বল জানা গছ। ২২ নভম্বর শুক্রবার দুপুর দড়টার দিক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কর চুনতি মিডওয় ইনর সামন মারছা পরিবহন একটি বাসর ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটছ। এত মাটরসাইকলর থাকা হাসাইন নাম আরও এক আরাহী আহত হয়ছন। ¯ানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি সীরত মাহফিল জুমার নামাজ আদায় করত আজিজ নগর থক যাছিল ইসমাঈল । এ সময় মারছা পরিবহনর বাসটি ধাক্কা দিল ঘটনা¯লই মাটর সাইকল আরাহীর মত্যু হয়। এ সময় পছন থাকা অপর আরাহী গুরুতর আহত হয়। চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই সিদ্দিকুর রহমান বলন, খবর পয় ঘটনা¯ল এস নিহত যুবকর মরদহ উদ্ধার করি। নিহতর স্বজনদরক খবর দেওয়া হয়েছে। তবে ঘাতক বাসটিক আটক করা সম্ভব হয়নি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম