লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও ১ মোটর সাইকেল চালকে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, লকডাউন না মেনে দোকানপাট রাখার অপরাধে বটতলী মোটর স্টেশনে দরবেশহাট রোডস্থ কর্ণফুলী সিটির তৌহিদুল ইসলামের মালিকানাধীন বিশাল কালেকশন ৭হাজার টাকা, পুরাতন থানার মুহিবুল্লাহর মালিকানাধীন হোসেন স্টোরকে ৩হাজার, রাশেদুল ইসলামের মালিকানাধীন বসুন্ধরা স্টোরকে ১হাজার, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের সামনে রড সিমেন্টের সামনে ৫হাজার টাকা, উপজেলা সদর ইউনিয়নের উকিলের পাড়া মোটর সাইকেল চালক তাজুল ইসলামকে ৩শ টাকা, ভোক্তা অধিকার আইন ২০০৯ রফিক আহমদের মালিকানাধীন বিকাশের দোকানে ৫হাজার টাকা, রিদুয়ানকে ১হাজার টাকাসহ মোট ২২ হাজার ৩শ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ই ও সঙ্গীয় পুলিশ ফোর্স।