লোহাগাড়া প্রতিনিধি।। চট্টগ্রামর লোহাগাড়ায় উপজেলা সদর ইউনিয়নর লোকালয়ে একদল বন্যহাতি হানা দেয় গত ২১ নভম্বর বহস্পতিবার।
বাদরবানর সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চল থেকে হাতির এ দলটি লোকালয়ে এসেছে বলে ধারণা অভিজ্ঞ মহলর। হাতির দলটি প্রথমে দেখা যায় লোহাগাড়া মজিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র উত্তর পার্শ্ব ফসলী জমিত। হঠাৎ লাকালয় বন্যহাতি দেখে আতংকিত হয়ে পড়ে স্থানীয় লোকজন। এ সংবাদ ছড়িয়ে পড়লে চারদিক থেকে বোরিয় আসে স্থানীয় লোকজন। তবে এলাকাবাসী হাতির দল দেখেছিল দূরে থেকে। পরে লোকজনের ভিড় ও হ-ছ’র মধ্যে হাতির দলটি আশ্রয় নেয় লম্বাদিঘীর পূর্ব পাড়¯ কবরস্থানের গাছের ছায়ায়। তবো বিকেল সাড়ে ৪টার দিক হাতির দলটি স্থান ত্যাগ করে পাশ্ববর্তী আমিরাবাদ ইউনিয়নর সুখছড়ি গ্রাম অবস্থান নেয়।
রাত ৭টার দিক হাতির দলটি চরম্বার দিক চলে যায় বলে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগর চুনতি অভয়ারণ্য রঞ্জ কর্মকর্তা মনজুল আলম নিশ্চিত করেছেন। হাতির দলটি স্থান ত্যাগ করায় নিজেদের এলাকায় ফিরে এসেছে স্থানীয় লোকজনের মধ্যে। তব হাতির দলটি এলাকার আমন ফসলর ব্যাপক ক্ষতি করছ বল জানিয়ছন ক্ষতিগ্র¯ চাষীরা। হাতি চলার পথ পায়র তল চাপা পড় আমন ধানর ব্যাপক ক্ষতি হয়ছ। এছাড়াও খয় ফলছ কষকর ধান।
লাকালয় বন্যহাতি হানা দয়ার সংবাদ পয় সকালই প্রশাসনর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা ছুঁট আসন। নজরদারীত রাখন হাতির গতিবিধি। খবর পয় লাহাগাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা তছিফ আহমদ, উপজলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, পদুয়া ফরষ্ট রঞ্জ কর্মকর্তা ছরওয়ার জাহান ও থানা পুলিশসহ চুনতি অভয়ারণ্য রঞ্জর কর্মকর্তা-কর্মচারী ও ডলু বনবিট কর্মকর্তা-কর্মচারীগণ লাকালয় থক হাতির দলটিক বন ফরাত চেষ্টা চালায়।
বনবিভাগের কর্মকর্তারা জানান, জনগণর ক্ষয়ক্ষতি নিয়¿ণর জন্য তারা কাজ করছন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দল বন্যহাতি রয়ছ ১৪টি। এর মধ্য ২টি শাবক বল জানা গছ। কর্মকর্তাদর মত খাদ্যর সন্ধান পাহাড়র হাতি নম এসছ লাকালয়। টানাটানি করছ মানুষর খাদ্য নিয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম