লোহাগাড়া সংবাদদাতা।। সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাস অাতঙ্ক। সাতকানিয়া ইছামতিকূল আলিনগরে করোনায় আক্রান্তে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে থাকা নুর মোহাম্মদ করোনা রিপোর্ট নেগেটিভ আসায় খুলে দেওয়া হল লোহাগাড়া মোস্তফা সিটি ও সিটি হাসপাতালের লকডাউন।
মঙ্গলবার ২১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় এ লকডাউন খুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে লোহাগাড়া মোস্তফা সিটি ও লোহাগাড়া সিটি হাসপাতাল লকডাউন করে উপজেলা প্রাশাসন। দীর্ঘ ১০দিন পর এ লকডাউন খুলে দেওয়া হয় ও স্বভাবিক ভাবে হাসপাতালের কার্যক্রম চলতেছে।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌছিফ আহমেদ বলেন, সিটি হাসপাতালের সুপারভাইজার নূর মোহাম্মদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মোস্তফা সিটি ও সিটি হাসপাতাল লকডাউন খুলে দেওয়া হয়।