অমিত কর্মকার,লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি।।
লোহাগাড়া উপজেলায় সেইপের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি খরচে সেইপ এর প্রশিক্ষণ নিবো, দেশ বিদেশে কাজ পাবো’ এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে ৩০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিলস ফর এমপ্লয়েমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযানকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব,উপ নির্বাহী প্রকল্প পরিচালক (সেইপ) ড.মোঃ সানোয়ার জাহার ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব ও সেইপ প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নীল‚ফা ইয়াসমিন চৌধুরী।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম। এছাড়াও কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি