লোহাগাড়া সংবাদদাতা।।
চট্টগ্রামরে লোহাগাড়ায় পরীক্ষা দিয়ে স্কুল থকেে বাড়ি ফরোর পথে ৬ষ্ট শ্রণেীর এক স্কুলছাত্রীকে জঙ্গলে নয়িে র্ধষণরে চষ্টোর অভযিোগ উঠছে। ভিকটিম শিক্ষার্থী উপজেলার চরম্বা উচ্চ বদ্যিালয়রে ৬ষ্ট শ্রণেীর ছাত্রী বলে জানা গছে। গতকাল ৩০ নভম্বের শনবিার বকিলে সাড়ে ৪ টার দকিে উপজলোর চরম্বা ইউনয়িনরে জমাদার পাড়ার বন পুকুরপাড়স্থ জঙ্গলে এ ঘটনাটি ঘট।এদিকে স্থানীয় জনতা নতিাই মল্লকি (৩০) নামরে এক যুবককে একইদনি সন্ধ্যা ৭টায় নজি বাড়ী থকেে আটক করে পুলশিে সোর্পদ করছেে । সে উপজলোর চরম্বা ইউনয়িরে জমদার পাড়া মৃত নর্মিল মল্লকিরে ছলে।ে সে দুবাই ফরেত ও ববিাহতি বলে স্থানীয়রা জানিয়েছে।
চরম্বা ইউপি চয়োরম্যান মাস্টার শফকিুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, ঘটনার পর স্থানীয়রা তার নজি বাড়ী থকেে ওই যুবককে আটক করে আমাকে খবর দয়ে। তাৎক্ষনকিভাবে আমি বষিয়টি থানা পুলশিকে জানালে পুলশি তাকে আটক করে থানায় নয়িে যায়। স্থানীয়রা জানায়, গতকাল শনবিার বকিলে সাড়ে ৪টার দকিে র্বাষকি পরীক্ষা শষেে স্কুল থকেে বাড়ী ফরোর পথে চরম্বার বন পুকুর পাড় এলাকায় পৌছঁতইে ওই ছাত্রীকে মুখ চপেে ধরে র্পাশ্বর্বতী জঙ্গলে নয়িে গয়িে র্ধষণরে চষ্টো করে নতিাই মল্লকি নামরে হন্দিু যুবকট।ি এ সময় ছাত্রীটরি শোর-চৎিকারে স্থানীয়রা এগয়িে এসে তাকে উদ্ধার করে এবং যুবকটকিে আটক করে স্থানীয় জনতা। এঘটনায় ভকিটমিরে মা বাদী হয়ে লোহাগাড়ায় থানায় নারী ও শশিু নর্যিাতন দমন আইনে মামলা দায়রে করছে।ে মামলা নং-২৩, তাং-৩০/১১/২০১৯ইং
এ ব্যাপারে লোহাগাড়া থানার উপ-পরর্দিশক গোলাম কবিরয়িা বলনে, খবর পয়েে ঘটনাস্থল থকেে আসামী ও ভকিটমিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।লোহাগাড়া থানার অফসিার ইনর্চাজ সাইফুল ইসলাম বলনে, মামলা রুজু করা হয়। আজ সকালে চট্টগ্রাম আদালতে অভযিুক্ত যুবকে আদালতে প্ররেণ করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম