অমিত কর্মকার,লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের লোহাগাড়া ২৫ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া শাখা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতুকে স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শোয়াইবুল হক সিকদার,সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ চৌধুরী,অর্থ সম্পাদক মোমেন, প্রচার সম্পাদক আকবর হোসেনসহ অন্যান্য। নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে আগামী ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি চলবে বলে জানা গেছে।
লোহাগাড়ায় পরিবীক্ষণ,পরিদর্শন ও মুল্যায়ন
পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
অতিম কর্মকার,লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের লোহাগাড়ায় বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও ম‚ল্যায়ন (ডিএমআইই) পদ্বতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ ভার্চ্যুয়ালীভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিভি-২ মরণ কুমার চক্রবর্তী।
প্রশিক্ষনে প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী, সাতকানিয়া লোহাগাড়া গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ জানে আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ইউপির চেয়ারম্যান, সচিব ও গ্রাম আদালত সহকারীরা অংশগ্রহণ করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম