অমিত কর্মকার।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গত ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় চুনতি ফরেস্ট গেইট নামক এলাকায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন (২২) নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প‚র্ব লোহাগাড়া আব্দুর রশিদের পুত্র মোহাইমিনুল ইসলাম (২৪) গুরতর আহত হয়েছে। নিহত শাহাদাত উপজেলার লোহার দীঘির পাড় সংলগ্ন এলাকার হারেজ ড্রাইভারের পুত্র বলে নিহতের বড় ভাই লিটন নিশ্চিত করেন।
সূত্রে মতে, ঘটনার দিন দুপুরে আজিজনগরের চেয়ারম্যান লেকে ভ্রমনের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন শাহাদাত হোসেন এবং তাঁর এক বন্ধু। সেখানে যাওয়ার পথে উল্লেখিত স্থানে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে তারা দু’জন গুরতর আহত হয়। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেন। একই দিন বিকেল ৪টার সময় চমেকে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত মৃত্যুবরণ করেন।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত বলেন, দ‚র্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।