লোহাগাড়া সংবাদদাতা।। চট্রগ্রামের পদুয়া এলাকা থেকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া তেওয়ারীহাট এলাকা হতে চট্টগ্রামগামী বাসে তল্লাশী চালিয়ে ১২পিচ ইয়াবাসহ আটক করে চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচার করার সময় লোহাগাড়ার পদুয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী বাস থামিয়ে দেহ তল্লাসী চালিয়ে ১২শ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃত ব্যাক্তিকে জেলহাজতে প্রেরন করা হয় বলে তিনি জানান।
আবা/রিফাত/অমিত