লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় শহরমুখী কাভার্ডভ্যানে গত ২৬ এপ্রিল সোমবার ভোররাত ৩টার দিকে তল্লাশী চালিয়ে ২৮হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় কভার্ডভ্যানসহ চালক ইমতিয়াজ (২৮) আটক করা হয়।
কভার্ডভ্যান চালক টেকনাফ উপজেলা পূর্ব রঙ্গীখালী এলাকার বাসিন্দা ও ইউনুচের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ বলেন, লোহাগাড়া থানা গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশী চালান লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়া। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধারের দিক-নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রফিকুল হক ও সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকারিয়া রহমান জিকু।
কভার্ডভ্যান চালক বলেন, কক্সবাজার এলাকার জনৈক এক ব্যক্তি ইয়াবাগুলো পাচারের জন্য তাকে দেয়। কভার্ডভ্যানটি টেকনাফ থেকে ছেড়ে আসে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অন্ততঃ ৮৪ লাখ টাকা বলেও জানা যায়। এব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ইতোপূবে চলতি মাসে আরো ৯৯হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে লোহাগাড়া থানা পুলিশ সূত্রে প্রকাশ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম