লোহাগাড়া সংবাদদাতা।।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের কুতুব উদ্দিন পাড়ার পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত বাড়ি হতে ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই অজয় দেব শীলের নেতৃত্বে একটি পুলিশ টিম উল্লেখিত এলাকায় জনৈক রানার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান। ওই সময় তাদের কাছ তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। আটককৃতরা হল উপজেলার সদর ইউনিয়নের দয়ার পাড়ার মৃত আমিন উল্লাহ’র পুত্র নুরুল আবছার (৩০) এবং জোনাবির পাড়া এলাকার আবদুল মালেকের পুত্র মোহাম্মদ তৌহিদ (২২)।
অভিযান চলাকালীন সময়ে উল্লেখিত পরিমানের ইয়াবাসহ উক্ত ২মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসেন। দু’ইয়াবা বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আজ ১ডিসেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম