লোহাগাড়া সংবাদদাতা।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ২২ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আন্তরিকতায় লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের গরীব ও দুঃস্থদের জন্য ৪হাজার ১শ ৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নের জন্য ৪শ ৬০টি কম্বল নির্ধারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে কম্বল তুলে দেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য্যকরী সহকারী শুভংকর চাকমা ও গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপির সেক্রেটারি মুহাম্মদ ওয়াকিল আহমেদ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মুহাম্মদ ইব্রাহীম খলিল, কলাউজান ইউপি মেম্বার যুবলীগ নেতা সালাহ উদ্দিন সিকদার, আধুনগর ইউপি মেম্বার মুহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সোহেল উদ্দিন, সন্তোষ বড়ুয়া প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত