অমিত কর্মকার,লোহাগাড়া।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ায় বাবার সাথে অভিমান করে ফাতেমা আক্তার রিয়া (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
নিজ শয়ন কক্ষে গত ২৪ অক্টোবর রবিবার দিনগত গভীররাতে ফাঁসির রশিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ওই স্কুল ছাত্রী হোসেন সিকদার পাড়ার হাসান আলী সিকদারের কন্যা এবং উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। নতুন কাপড় কেনার টাকা না পেয়ে বাবার সাথে এ অভিমান বলে পারিবারিক সুত্র জানায়।
বাবা হাসান আলী সিকদার পেশায় একজন গাড়ী চালক এবং সহায় সম্বলহীন পরিবারের কর্তা। জানা গেছে রবিবার রাতে নতুন কাপড় কেনার জন্য রিয়া বাবার নিকট টাকা চায়। অভাব অনটনের কারনে তাৎক্ষণিকভাবে কন্যাকে টাকা দিতে ব্যার্থ হয়। টাকা না পেয়ে রাতের খাবার না খেয়ে নিজ কক্ষে ঢুকে পড়ে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পর দিন ২৫ অক্টোবর সোমবার সকালে ঘুম থেকে জেগে না ওঠায় স্বজনরা কক্ষের দরজা ভেঙ্গে ঢুকে পড়ে। দেখতে পায় রিয়া ঝুলে আছে।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থালে পৌঁছে লোহাগাড়া থানা পুলিশ। সুরতহাল লিপিবদ্ধ করেন পুলিশের এসআই ভক্ত চন্দ্র দত্ত। এ স্কুল ছাত্রীর আত্মহত্যা নিশ্চত করে উক্ত এসআই জানান, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়নি। বিকেল বেলা পারিবারিক কবরস্থানে রিয়াকে দাপন করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম