
লোহাগাড়া (চট্টগ্রাম)সংবাদদাতা।।চট্টগ্রামের লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ২১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা (সংযুক্ত) ও রিটা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সাল আলম এ তথ্য জানিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুচ্ছফা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী, নুরুল হক নুনু, বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম সিকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন।
আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম ইউনুচ, স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, সামশুল ইসলাম, মাহমুদুল হক পেয়ারু ও আবদুল মালেক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল আবছার।
আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল কবির, আলহাজ্ব মাহমুদুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মিয়া, নাজিম উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী আবু নাছের চৌধুরী। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম শান্ত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৩সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ ভাবে উপহার দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।