লোহাগাড়া লোকালয়ে ১৪টি বন্যহাতির প্রবেশ
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
-
৭৮
বার দেখা হয়েছে

লোহাগাড়া জেলা প্রতিনিধি।।৷ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নে লম্বা দীঘির পাড়ে গতকাল রাতের বেলায় ১৪টি হাতি অবস্থান নিয়েছে।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ ছুটে আসেন সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ এসে জনগনকে সথর্ক করেন।পদুয়া রেঞ্জার কর্মকর্তা মো. সরওয়ার কামাল ওনার কর্মকর্তাদের নিয়ে নিজে উপস্থিত হয়ে দেখেন ১৪টির একটি হাতির দল।
উৎসুখ জনগনকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা সকাল থেকে কাজ করে। বিকাল বেলায় তিন রাউন্ড ফাঁকা গুলি করে হাতির দলটিকে লোকালয় হতে হাতির আবাসস্থলের দিকে দৌড়াতে সক্ষম হয়। এলাকার লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।তাই এলাকার জনসাধারণ দায়িত্ব প্রাপ্ত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media